সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর-২ আসনে জাপার প্রার্থী এমরান হোসেন মিয়ার মনোনয়নপত্র দাখিল
মাহবুব আলম লাভলু ॥

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে লাঙ্গলের মনোনয়নপত্র দাখিল করেন এমরান হোসেন মিয়া। বৃহস্পতিবার ৩০ নভেম্বর দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হাসানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এমরান হোসেন মিয়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি।

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সোহরাফ, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গাজী ও উপজেলা যুব সংহতির সদস্য সচিব জহিরুল ইসলাম।

মনোনয়নপত্র দাখিলের পর এমরান হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, মতলব উত্তরে যে উন্নয়ন হয়েছে তার মূল স্তম্ভের দাবিদার জাতীয় পার্টি। দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প ও বেড়িবাঁধ জাতীয় পার্টির তৎকালীন রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ করেছেন। তখন যদি তিনি এই কাজ না করতেন তাহলে আজ এতো উন্নয়ন দেখা যেতো না। তিনি আরো বলেন, জাতীয় পার্টির আমলে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছে। জাতীয় পার্টির ওপর এখনো মানুষের আস্থা আছে। নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়