সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

কচুয়ায় মনোনয়নপত্র জমা দিলেন ৯ জন
মোহাম্মদ মহিউদ্দিন ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সহকারী রিটার্নিং অফিসার ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৭ জন এবং চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে ২ জন মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান।

মনোনয়নপত্র জমাদানকারীরা হচ্ছেন : কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ (আওয়ামী লীগ), জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম হোসেন (স্বতন্ত্র), ডাঃ একেএসএম শহীদুল ইসলাম (জাতীয় পার্টি), মাসুউদুল আহসান (জাকের পার্টি), মোঃ সেলিম প্রধান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোঃ শওকত হোসেন মিয়া (স্বতন্ত্র), মোঃ রাহাদ চৌধুরী (স্বতন্ত্র), মোঃ সাইফুল ইসলাম সোহেল (জাসদ) ও মোঃ জামাল হোসেন (বাংলাদেশ কংগ্রেস)।

কচুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিলো ৩০ নভেম্বর (বৃহস্পতিবার)। এ উপজেলা থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও জমা দেন ৯ জন।

মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১ ডিসেম্বর-৪ ডিসেম্বর। আপিলের তারিখ ৫ ডিসেম্বর-৯ ডিসেম্বর। মামলা নিষ্পত্তি ১০ ডিসেম্বর-১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর রোববার। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর সোমবার। ভোটগ্রহণের তারিখ ৭ জানুয়ারি রোববার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়