সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুরের পাঁচ আসনে প্রার্থী ৪৩
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে ৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন রাতে জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন জমা পড়েছে সংসদীয় আসন নং ২৬৩, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে। এই আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১১ জন।

গতকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। এদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার এবং বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কোনো কোনো প্রার্থী মোটরসাইকেলের বহর নিয়ে বিশাল শোডাউন করে আসেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আবার অনেকেই নির্বাচনী আচরণবিধি মেনে প্রস্তাবক-সমর্থকসহ কয়েকজন নেতা সাথে নিয়ে এসেছেন। তবে পরিবেশ ছিলো শান্তিপূর্ণ এবং উৎসবমুখর।

জেলার পাঁচটি আসনে যে ৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন আসনভিত্তিক সেই সংখ্যা হচ্ছে-চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৯ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ৭ জন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ৭ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১১ জন ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৯ জন।

চাঁদপুরের ৫টি আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হচ্ছেন : চাঁদপুর-১ আসনে মোঃ গোলাম হোসেন (স্বতন্ত্র), মোঃ মাসউদুল আহসান (জাকের পার্টি), মোঃ জামাল হোসেন (বাংলাদেশ কংগ্রেস), সাইফুল ইসলাম (জাসদ), মোঃ শওকত হোসেন মিয়া (স্বতন্ত্র), একেএসএম শহিদুল ইসলাম (জাতীয় পার্টি), মোঃ রাহাদ চৌধুরী (স্বতন্ত্র), মোঃ সেলিম প্রধান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) ও সেলিম মাহমুদ (বাংলাদেশ আওয়ামী লীগ)।

চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসাইন চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ), মোঃ মনির হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি), ওবায়েদ মোল্লা (জাকের পার্টি), মোঃ এমরান হোসেন মিয়া (জাতীয় পার্টি), মোঃ হাছান আলী সিকদার (জাসদ), এম ইসফাক আহসান (স্বতন্ত্র) ও মোঃ শাহ আলম সরকার (বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল)।

চাঁদপুর-৩ আসনে ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া (স্বতন্ত্র), ডাঃ দীপু মনি (বাংলাদেশ আওয়ামী লীগ), মোঃ মহসীন খান (জাতীয় পার্টি), মোঃ কাওছার মোল্লা (জাকের পার্টি), আবু জাফর মোঃ মাইনুদ্দিন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মোঃ মিজানুর রহমান (বাংলাদেশ তরিকত ফেডারেশন-বিটিএফ) ও মোঃ রেদোয়ান খান (স্বতন্ত্র)।

চাঁদপুর-৪ আসনে নুরুল ইসলাম (জাকের পার্টি), সাজ্জাদ রশিদ (জাতীয় পার্টি), জালাল আহমেদ (স্বতন্ত্র), মুহম্মদ শফিকুর রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ), মোহাম্মদ সেলিম (তৃণমূল বিএনপি), আব্দুল গনি (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি), মোহাম্মদ জাহিদুল ইসলাম (স্বতন্ত্র), বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (বাংলাদেশ তরিকত ফেডারেশন-বিটিএফ), ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া (স্বতন্ত্র), মোঃ আব্দুল কাদির তালুকদার (তৃণমূল বিএনপি) ও ড. মোহাম্মদ শাহজাহান (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম)।

চাঁদপুর-৫ আসনে রফিকুল ইসলাম (বাংলাদেশ আওয়ামী লীগ), সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), গাজী মাঈনুদ্দিন (স্বতন্ত্র), মোঃ মকবুল আহমেদ (জাকের পার্টি), বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (বাংলাদেশ তরিকত ফেডারেশন-বিটিএফ), মোঃ জাকির হোসেন প্রধানিয়া (স্বতন্ত্র), মোহাম্মদ সফিকুল আলম (স্বতন্ত্র), মোঃ মনির হোসেন মজুমদার (জাসদ) ও আক্তার হোসেন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়