প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০
সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দলগুলো। এ নিয়ে তৃতীয় দফায় হরতাল ডাকলো বিএনপি।
এদিকে বুধবারের অবরোধ চাঁদপুরে শান্তিপূর্ণভাবেই অতিবাহিত হয়েছে। কোথাও কোনো ধরনের সংঘাত-সহিংসতার খবর পাওয়া যায়নি। অবরোধের প্রভাব না পড়ায় চাঁদপুরের সবকিছুই স্বাভাবিক ছিলো। বাস, ট্রেন ও লঞ্চ যথানিয়মেই চলেছে। শহরে যানবাহন চলাচল ও মানুষের জীবনযাত্রা ছিলো স্বাভাবিক। তারপরও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা যায়। শহরের রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। অবরোধ ও হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল বা পিকেটিং চোখে পড়েনি।
এদিকে চলমান আন্দোলনকে কেন্দ্র করে চাঁদপুরে বিএনপির নেতাদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় পুলিশ আটক করছে বলে অভিযোগ করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লা সেলিম। তিনি কারাগারে আটক দলীয় নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।