প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর সরকারি কলেজে ২৯ নভেম্বর বুধবার সকাল ১১টায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচি-এর যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিখন শেখানো কার্যক্রম ও ডিভাইস ক্রয়ের সুযোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ড. সুলতানা তৌফিকা এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নারীদের আইটিতে প্রশিক্ষণের মাধ্যমে বর্তমান বিশ্বে সক্ষমতা অর্জনের কথা বলেন। তিনি নারীর ক্ষমতায়নে বর্তমানে এআই-এর ভূমিকা এবং এর মাধ্যমে নারীদের অর্থনীতির চাকাকে গতিশীল করার আহ্বান জানান।