প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০
মতলব উত্তরে সড়ক দুর্ঘটনার বৃদ্ধ মোকশেদ পাটোয়ারী (৬৬) নিহত হয়েছেন। তিনি ফতেপুর পূর্ব ইউনিয়নের ডাকরকান্দি (রসুলপুর) গ্রামের বাসিন্দা।
জানা যায়, গতকাল ২৯ নভেম্বর বুধবার সকাল ৮টার দিকে সাহেববাজার থেকে হেঁটে বাড়ি যাওয়ার সময় বারোহাতিয়া এলাকায় দোকানের কাছে গেলে একটি অটোরিকশা সামনে থেকে তাকে ধাক্কা দেয়। অটোরিশকা চালক সাহাবাজকান্দি গ্রামের আয়েত আলী মাঝির ছেলে বশির মাঝি। এতে বৃদ্ধ মোকশেদ পাটোয়ারী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এসে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ঢাকা রেফার করেন। সেখানে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তিনি ইন্তেকাল করেন। পরে তাকে বাড়িতে এনে জানাজা শেষে দাফন করা হয়।