প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ও চাঁদপুর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ অপরাপর নেতা-কর্মী যারাই জেলে আছেন তাদের মুক্তি দাবি করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম। সেই সাথে ঢাকার রাজপথে আটক ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত ধানের শীষের সাবেক এমপি প্রার্থী এমএ হান্নানসহ চাঁদপুর ও ঢাকার কারাগারে বিএনপির শত শত নেতা বন্দী। সকলের মুক্তি দাবি করেন তিনি। ২৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে অবিলম্বে পুলিশি গ্রেপ্তার অভিযান বন্ধ ও আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করে বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত অবরোধ ও হরতাল কর্মসূচি চাঁদপুরেও পালিত হচ্ছে। শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত বিএনপি পিছপা হবে না, আন্দোলন চলবেই।
তিনি জানান, চাঁদপুর জেলায় নতুন করে প্রায় ১০টি মামলা করা হয়েছে। সবই মিথ্যা ও গায়েবী মামলা। ২৮ অক্টোবর থেকে এ যাবৎ চাঁদপুরে এসব মামলায় শতাধিক বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন কারাগারে আছেন। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা নেতা-কর্মীদের মুক্তি চাই।