সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০

আজ চিরায়ত বাংলা নাটক ‘তপস্বী ও তরঙ্গিনী’ মঞ্চায়ন
অনলাইন ডেস্ক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী চিরায়ত বাংলা নাটক মঞ্চায়নের অংশ হিসেবে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বুদ্ধদেব বসুর ‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটক মঞ্চায়ন হবে। জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে নাটকটি নির্মাণে নির্দেশনা দিয়েছেন তানভীর নাহিদ খান। সহকারী নির্দেশনায় নাভেদ রহমান ও ড্রামাতার্গ রুদ্র সাওজাল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় ‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন চাঁদপুরের অনন্যা নাট্যগোষ্ঠী, অনুপম নাট্যগোষ্ঠী ও স্বরলিপি নাট্যগোষ্ঠীর নাট্যশিল্পীরা।

আজ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে উদ্বোধনী মঞ্চায়নে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান। সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। নাটকটির প্রধান সমন্বয়ক জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা ও সমন্বয়কারী নাট্যজন শহীদ পাটোয়ারী। এছাড়া মঞ্চ ও আবহ সঙ্গীত পরিকল্পনায় রয়েছেন নাভেদ রহমান, আলোক পরিকল্পনায় তানভীর নাহিদ খান, পোশাক পরিকল্পনায় কাজী তামান্না হক সিগমা ও দ্রব্য পরিকল্পনায় রুদ্র সাওজাল।

ব্যতিক্রমধর্মী চিরায়ত বাংলা নাটকটি দীর্ঘ ১ মাস যাবত কর্মশালার মাধ্যমে মঞ্চায়ন হতে যাচ্ছে। সব মিলিয়ে এ নাটকটিতে অনেক কিছু নতুনত্ব দেখা যাবে। সেট ডিজাইন, আলোক পরিকল্পনা, মিউজিক ও অভিনয়ে শৈল্পিক ভাব রয়েছে। শক্তিমান বেশ ক’জন নাট্যশিল্পীর অভিনয়ে আগত দর্শকরা ভালো অনুভব অর্জন করে বাড়ি ফিরতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়