প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে চাঁদপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। তিনি ২৮ নভেম্বর মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন।
জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন। পুলিশ সুপার আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে চাঁদপুর জেলা পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। তিনি বলেন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় এবং আইনানুগ সকল পদক্ষেপ বাস্তবায়নে সম্পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবে চাঁদপুর জেলা পুলিশ।
এ সময় চাঁদপুর নির্বাচন কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ডিআইও-১, ডিএসবি, চাঁদপুর সহ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।