প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। ২৯ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১২টায় মতলব উত্তর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল হাসানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম হাওলাদার উপস্থিত ছিলেন।