প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০০:০০
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। গতকাল ২৭ নভেম্বর সোমবার চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জন্যে এ পর্যন্ত তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বাংলাদেশ জাকের পার্টির প্রার্থী নূরুল ইসলাম, সদ্য পদত্যাগ করা ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় থাকা অ্যাডঃ জাহিদুল ইসলাম ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় থাকা বিশিষ্ট ব্যবসায়ী (সিআইপি) জালাল আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রায়হান জানান, মনোনয়নপত্র সংগ্রহ করতে যারাই আসছেন তাদের আমরা দ্রুত প্রদানের চেষ্টা করছি।