প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে আবু জাফর (৩৫) নামে এক দিনমজুরের করুণ মৃত্যু হয়েছে। সপ্তাহখানেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৭ নভেম্বর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মারা যান। তিনি দুই পুত্র সন্তানের জনক। স্ত্রী আমেনা বেগম তৃতীয় সন্তান সম্ভবা। ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের চৌকিদার বাড়ির মরহুম নূর মোহাম্মদের ছেলে তিনি।
জানা গেছে, আবু জাফর দিনমজুরের কাজ করতেন। গত ২০ নভেম্বর সোমবার সকালে বাড়ির পাশে নিজেদের বাগানে সুপারি পাড়তে গাছে উঠেন। এ সময় গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সপ্তাহ খানেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার সকালে সেখানেই চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মারা যান।
আবু জাফরের স্ত্রী আমেনা বেগম বলেন, আমি তৃতীয় সন্তান সম্ভবা। আমার শ্বশুর-শাশুড়ি, পিতা-মাতাও বেঁচে নেই। নিজের কোনো ভাইও নেই। নেই ভাসুর-দেবর। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে অকালে হারিয়েছি। এছাড়া আমার ৬ ও ৪ বছর বয়সী দুই পুত্রসন্তান রয়েছে। অনাগত সন্তান ও বর্তমান দুজনের ভবিষ্যৎ নিয়ে চোখে অন্ধকার দেখছি।
এই পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।