প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএস তছলিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে আমাদের প্রতিটি কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে দায়িত্বশীল আচরণ করতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারীরা যাতে স্ব^তঃফূর্তভাবে নিজেদের কর্মকাণ্ড করতে সক্ষম হন সেজন্যে আমরা সহকারী রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষণিক সহায়তা করবো।
সভায় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদ উল্ল্যা তপদার, ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ, এসএম কাউছারুল আলম কামরুল প্রমুখ।
সভা শেষে আসন্ন বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে আয়োজিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএস তছলিম, পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদ উল্লা তপদার ও ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ।