সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০০:০০

প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ভাংচুর অগ্নিসংযোগের অভিযোগ
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জে বসতবাড়ির যাতায়াতের রাস্তা না দেয়ায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামের উমর খাঁ বাড়িতে ২৫ নভেম্বর শনিবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জানা যায়, ওই বাড়ির মৃত জয়নাল আবদীনের ছেলে মোঃ হাবিব উল্যাহ প্রায় ৩০ বছর পূর্বে একই বাড়ির বাসিন্দা চাঁন মিয়ার কাছ থেকে সাড়ে ২২ শতাংশ সম্পত্তি ক্রয় করে বসতঘর তৈরি করে পরিবার পরিজন নিয়ে ভোগ দখল করে আসছেন। চাঁন মিয়া মারা যাওয়ার পর তার ছেলে মনির খান ভুক্তভোগী হাবিব উল্যাহর বাড়ির উত্তর পাশে বসতবাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তখন হাবিব উল্যাহর ক্রয়কৃত সম্পত্তির উপর দিয়ে মনির খানকে হাঁটা চলার জন্যে অনুমতি প্রদান করেন। দীর্ঘদিন ওই স্থান দিয়ে মনির খান চলাফেরা করার পর সম্প্রতি চওড়া সড়ক করার জন্যে মনির খান হাবিব উল্যাহকে বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করে আসছে। সর্বশেষ ক’দিন পূর্বে একটি চক্রের সহযোগিতায় মনির খান হাবিব উল্যাহদের যাতায়াতের রাস্তা অবরুদ্ধ করে দেয়।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে শনিবার রাতে সন্ত্রাসীরা হাবিব উল্যাহর বসত বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

ভুক্তভোগী হাবিব উল্যাহ বলেন, আমি যখন মনির খান গংয়ের কাছ থেকে জমি ক্রয় করি, তাদের প্রয়োজনীয় রাস্তা রাখতে বললে তখন সে বলে লাগবে না। কিন্তু এখন সে আমার ক্রয়কৃত সম্পত্তি দখল করতে চায়। এতে আমি রাজি না হওয়াতে আমার বসতবাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে দেয় মনির খানের সন্ত্রাসী বাহিনী।

এদিকে ঘটনার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত মনির খান বলেন, সেখানে আমার সম্পত্তির একটি অংশ রয়েছে। তারা আমাকে যাতায়াতের রাস্তায় বেড়া দিয়েছে, তাই এমনটা হয়েছে।

ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) মোঃ মোস্তফা বলেন, জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষের বিরোধ দীর্ঘদিন যাবত চলমান। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়