প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০০:০০
গত রোববার প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জ উপজেলায় পাসের হার ৯৫.৫৯ । উপজেলার ১৩ টি প্রতিষ্ঠান থেকে ৪৩১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪১২ জন। অকৃতকার্য হয়েছে ১৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন, এ গ্রেড ১৮৪ জন, এ মাইনাস ১১৮ জন, বি গ্রেড ৬০ জন ও সি গ্রেড পেয়েছে ২০ জন।
উপজেলা সর্বোচ্চ ১৭ জন জিপিএ-৫ পেয়েছে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসা থেকে। এ প্রতিষ্ঠান থেকে ১১২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১০৮ জন। পাসের হার ৯৬.৪২ । এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন, এ গ্রেড ৫২ জন, এ মাইনাস ২৩ জন, বি গ্রেড ১৩ জন ও সি গ্রেড ৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৪ জন ।
বাকিলা ফাজিল মাদ্রাসা থেকে ৩৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩২ জন। পাসের হার ৯৭ । এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড ৮ জন, এ মাইনাস ১৩ জন, বি গ্রেড ৯ জন ও সি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন ।
বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসা থেকে ৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪৪ জন। পাসের হার ৯৬। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ২৩ জন, এ মাইনাস ১১ জন, বি গ্রেড ৬ জন ও সি গ্রেড ২ জন এবং অকৃতকার্য হয়েছে ২ জন।
শতভাগ পাস করেছে নওহাটা ফাজিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ১৭ জন, এ মাইনাস ৪ জন, বি গ্রেড ৪ জন ও সি গ্রেড ১ জন।
নেছারাবাদ ফাজিল মাদ্রাসা থেকে ২৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৫ জন। পাসের হার ৯৩ । এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, এ গ্রেড ১৪ জন, এ মাইনাস ৭ জন ও বি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ২ জন।
রাজারগাঁও ফাজিল মাদ্রাসা থেকে ২১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২০ জন। পাসের হার ৯৫ । এর মধ্যে এ গ্রেড পেয়েছে ১০ জন, এ মাইনাস ৫ জন, বি গ্রেড ৪ জন ও সি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন ।
রামচন্দ্রপুর ফাজিল মাদ্রাসা থেকে ২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২০ জন। পাসের হার ৯৫। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, এ গ্রেড ১১ জন, এ মাইনাস ৩ জন, বি গ্রেড ১ জন ও সি গ্রেড ২ জন এবং অকৃতকার্য হয়েছে ২ জন ।
সাদ্রা হামিদীয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৬ জন। পাসের হার ৯৩। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ১৪ জন, এ মাইনাস ৯ জন, বি গ্রেড ২ জন ও সি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ২ জন ।
শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ছালেহ আবাদ এম এন ফাজিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে ২৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ১৫ জন, এ মাইনাস ৫ জন ও বি গ্রেড ২ জন।
সুহিলপুর এবিএস হামিদীয়া ফাজিল মাদ্রাসা থেকে ২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২১ জন। পাসের হার ৯৫ । এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৬ জন, এ মাইনাস ৯ জন ও বি গ্রেড ৬ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন ।
বলাখাল এন.এম.এন. আলিম মাদ্রাসা থেকে ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৪ জন। পাসের হার ৮২ । এর মধ্যে এ গ্রেড পেয়েছে ২ জন, এ মাইনাস ৬ জন, বি গ্রেড ১ জন ও সি গ্রেড ৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৩ জন ।
শতভাগ পাসের গৌরব অর্জন করেছে কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে ২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এ গ্রেড পেয়েছে ৫ জন, এ মাইনাস ১১ জন, বি গ্রেড ৬ জন ও সি গ্রেড ১ জন।
কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৭ জন। পাসের হার ৯৬ । এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৭ জন, এ মাইনাস ১২ জন, বি গ্রেড ৫ জন ও সি গ্রেড ৩ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন ।