মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০০:০০

মতলব দক্ষিণে এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ৯ জন ॥ পাসের হার ৭৭.৫৩
রেদওয়ার আহমেদ জাকির ও মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

গতকাল রোববার ২৬ নভেম্বর ঘোষিত ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মতলব দক্ষিণ উপজেলায় মোট ৯ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এইচএসসিতে ৫ জন ও আলিমে ৪ জন। মোট পাসের গড় ৭৭.৫৩ ভাগ।

ঘোষিত ফলাফলে উপজেলার ৭টি কলেজ থেকে মোট ১১৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৬৯জন। পাসের হার ৭৪.০২ ভাগ। মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে ৩ জন ও নারায়ণপুর ডিগ্রি কলেজ থেকে ২জন জিপিএ-৫ পেয়েছে।

মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে ৩৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৩২৫ জন পাস করেছে। পাসের হার ৮৩.১২ ভাগ। নারায়ণপুর ডিগ্রি কলেজ থেকে ২৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ২১৫ জন পাস করেছে। পাসের হার ৮৪.৯৮ ভাগ। রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ থেকে ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১৪১ জন পাস করেছে। পাসের হার ৬১.০৪ ভাগ। আশি^নপুর স্কুল এন্ড কলেজ থেকে ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৪৭ জন পাস করেছে। পাসের হার ৭৫.৮১ ভাগ। মুন্সিরহাট কলেজ থেকে ১৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৮৬ জন পাস করেছে। পাসের হার ৫২.৪৪ ভাগ। কাচিয়ারা স্কুল এন্ড কলেজ থেকে ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৪৯ জন পাস করেছে। পাসের হার ৯৪.২৩ ভাগ।

আলিমে মোট ২২৪জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১৫জন। পাসের হার ৯৫.৯৮ ভাগ। কাচিয়ারা জামালিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩জন এবং ঘিলাতলী সামাদিয়া কাসেমুল উলুম ফাযিল মাদ্রাসা থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মতলব দারুল উলুম মাদ্রাসা থেকে ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই পাস করেছে। পাসের হার ১০০ ভাগ। ঘিলাতলী সামাদিয়া কাসেমুল উলুম ফাযিল মাদ্রাসা থেকে ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৩৯ জন পাস করেছে। পাসের হার ৯৫.১২ ভাগ। কালিয়াইস ফাযিল মাদ্রাসা থেকে ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ২৩জন পাস করেছে। পাসের হার ৮৮.৪৬ ভাগ। নওগাঁও রাশেদিয়া ফাযিল মাদ্রাসা থেকে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ১৭ জন পাস করেছে। পাসের হার ৯৪.৪৬ ভাগ। নন্দিখেলা ফাযিল ডিগ্রি মাদ্রাসা থেকে ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ২৫ জন পাস করেছে। পাসের হার ৯২.৫৯ ভাগ। খর্গপুর ফাযিল মাদ্রাসা থেকে ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ২৬ জন পাস করেছে। পাসের হার ৯৬.৩০ ভাগ। কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৪১জন পাস করেছে। পাসের হার ১০০ ভাগ।

এইচএসসি পরীক্ষায় (বিএমটি)-এ মতলব সরকারি কলেজ থেকে মোট ১০৩জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮জন পাস করেছে। পাসের হার ৯৫.১৪ ভাগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়