মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০০:০০

ধারাবাহিকতায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে কচুয়ার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ
মোহাম্মদ মহিউদ্দিন ॥

গতকাল ২৬ নভেম্বর রোববার প্রকাশিত এইচএসসি পরীক্ষায় কচুয়ার ৯টি কলেজ থেকে সর্বমোট ২হাজার ১শ’ ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১হাজার ৯শ’ ৮৩জন উত্তীর্ণ হয়েছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১শ’ ৯০ জন। শতকরা পাসের হার ৯২.৪৯। প্রতি বছরের ন্যায় এ বছরও শীর্ষ স্থান ধরে রেখেছে কচুয়ার হাসিমপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ। এ কলেজ থেকে এ বছর ১শ’ ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১০০ভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন।

এছাড়া কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৭জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পেয়েছে ০৯ জন, পাসের হার ৯৪.০৭%। শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে ২২৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২২০ জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৯৬.৪৯%। সাচার ডিগ্রি কলেজ থেকে ৩২৮জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২৭৮জন, পাসের হার ৮৪.৭৬%। পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ থেকে ৪১৪জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৩৮৬জন, জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন, পাসের হার ৯৩.২৪%। নুরুল আজাদ কলেজের ১০৮জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৫৮ জন, পাসের হার ৫৩.৭০%। আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ২৭৮জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২৭৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৫২জন, পাসের হার ৯৯.৬৪%। চাঁদপুর এম. এ. খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ১০২জন পরীক্ষার্থীর মধ্যে ১০২জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পেয়েছে ০৮জন, পাসের হার ১০০%। নিন্দপুর এম কে আলমগীর স্কুল এন্ড কলেজের ২০৩জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১৯৯জন, জিপিএ-৫ পেয়েছে ২০জন, পাসের হার ৯৮.০৩%।

অপরদিকে আলিম পরীক্ষায় ৪শ’ ৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪শ’ ৩৫জন কৃতকার্য হয়। জিপিএ-৫ পেয়েছে ২৮জন। যার পাসের হার ৯২.৩৬%। এ বছর উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শীর্ষ অবস্থান করছে কাদলা এসএস ফাজিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ শতভাগ উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৭জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়