প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০০:০০
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা হতাশ হয়েছেন। এই আসনে দলের মনোনয়ন দেয়া হয়েছে বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানকে। তাঁকে দলের নেতা-কর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা বলছেন এ আসনে যাঁকে দলের মনোনয়ন দেয়া হয়েছে তাঁর সাথে দলের নেতা-কর্মীদের কোনো সম্পর্ক নেই। নির্দিষ্ট কিছু লোকের দ্বারা তিনি পরিচালিত হন এবং তাদের দ্বারাই বেষ্টিত থাকেন। এই পাঁচ বছর তাঁর এবং তাঁর লোকদের দ্বারা দল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, দলের নেতা-কর্মীরা অনেক অত্যাচার ও লাঞ্ছণার শিকার হয়েছে। তিনি প্রকাশ্যে দলের নেতা এবং এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলে দলকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করেছেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সেই মানুষটি পুনরায় দলের মনোনয়ন পাওয়ায় ফরিদগঞ্জের নেতা-কর্মীরা হতাশা প্রকাশ করেছেন।