সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর-৪ ও ৫ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী ড. বাকীবিল্লাহ মিশকাত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ) আসনে ড. বাকীবিল্লাহ মিশকাতকে মনোনয়ন দেয়া হয়েছে। ড. বাকীবিল্লাহ হচ্ছেন তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব। তাঁর গ্রামের বাড়ি হচ্ছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা। তিনি হচ্ছেন সাদ্রা দরবার শরীফের পীরজাদা।

গতকাল শনিবার তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী চাঁদপুর-৪ ও চাঁদপুর-৫ আসনে দল থেকে মনোনীত প্রার্থী ড. বাকীবিল্লাহ মিশকাতের হাতে মনোনয়নপত্র তুলে দেন। তরিকত ফেডারেশনের প্রতীক হচ্ছে ফুলের মালা।

এ বিষয়ে ড. বাকীবিল্লাহ বলেন, আমরা তরিকত ফেডারেশন আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচন করছি। জোট নেত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে আমরা তরিকত ফেডারেশন থেকে তিন শ' আসনের মধ্যে ১৩টি আসন চেয়েছি। এর মধ্যে চাঁদপুর-৪ ও চাঁদপুর-৫ আসন রয়েছে। এ দুটি আসনে আওয়ামী লীগের মধ্যে চরম কোন্দল রয়েছে। এ দৃষ্টিকোণ থেকে আমরা এই দুটি আসন থেকে জোটের মনোনয়ন পাবো আশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়