প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হওয়া ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী দিনে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুটি ম্যাচেই জয় পেয়েছে শেখ কামাল স্পোর্টস্ একাডেমি গ্রীন ও রেড দল।
বাংলাদেশ ক্রিকেট একাডেমির প্রতিনিধি জাহিদুল ইসলাম রোমানের পৃষ্ঠপোষকতায় শনিবারের সকালের ম্যাচে অংশ নেয় মাতৃছায়া চাঁদপুর ক্রিকেটার্স ও শেখ কামাল স্পোর্টস একাডেমি গ্রীন।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শেখ কামালের গ্রীন দলটি। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৮ রান করেন ইব্রাহীম মিয়াজী ও ২৬ রান করেন জয়। বল হাতে মাতৃছায়ার জসিম ২টি উইকেট লাভ করেন।
মাতৃছায়া চাঁদপুর ক্রিকেটার্স ১৩৩ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ রান করেন নোমান। বল হাতে গ্রীনের জসিম ৩ ও রহিম ২টি করে উইকেট নেন।
দিনের ২য় ম্যাচে অংশ নেয় অঙ্গীকার ক্রীড়া চক্র ও শেখ কামাল স্পোর্টস্ একাডেমি রেড দলটি। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রেড। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সিয়াম সর্বোচ্চ ৯০ রান করেন। অঙ্গীকার ক্রীড়া চক্র ২০৪ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ১৭ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে ৭০ রান করেন। শেখ কামাল স্পোর্টস্ একাডেমি রেড দলটি ১৩৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন।
চাঁদপুর স্টেডিয়ামে আজ ২৬ নভেম্বর রোববারের দুটি ম্যাচে অংশ নিবে ৪টি দল। সকাল ৯টার ম্যাচে অংশ নিবে টিম ডাকাতিয়া ও শাহরাস্তি ক্রিকেট একাডেমি এবং দুপুর ১টার ম্যাচে অংশ নিবে ক্রিকেট কোচিং সেন্টার জুনিয়র ও চাঁদপুর ক্রিকেট একাডেমি ব্লুজ।