প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০
আতঙ্কজনক এক স্থানের নাম বাগাদী চৌরাস্তা। এ স্থান দিয়ে যানবাহন চলাচল করার সময় আতঙ্কে থাকে যাত্রী ও গাড়ি চালকগণ। চৌরাস্তার অবস্থান হচ্ছে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে। এ স্থানে সড়ক দখল করে গড়ে উঠেছে বহু অবৈধ দোকান। যার ফলে একদিক থেকে আসা যানবাহনগুলো বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলোকে দেখতে না পেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বাগাদী চৌরাস্তা থেকে চান্দ্রা-মুন্সীরহাট সড়কে প্রবেশ করতে গিয়ে, এমনকি চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে প্রবেশ করতে গিয়ে সড়কের উপরে থাকা দোকানের জন্যে যানবাহন দেখতে না পেয়ে দুর্ঘটনা ঘটছে। কিন্তু এ দুর্ঘটনার জন্যে কে দায়ী--এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে। অনেকে বলেন, সড়কে গড়ে ওঠা দোকানের কারণে এ দুর্ঘটনা ঘটে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।