মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০

আইজিপি পুরস্কার পেল চাঁদপুর জেলা পুলিশ
মিজানুর রহমান ॥

চাঁদপুর জেলায় সাম্প্রতিক সময়ে সংঘটিত ক্লুলেস চাঞ্চল্যকর ঘটনার রহস্য দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারসহ মামলার রহস্য উদ্ঘাটন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও মাদক উদ্ধারের সফলতার স্বীকৃতিস্বরূপ এবং অক্টোবর-২০২৩ খ্রিস্টাব্দ মাসের সার্বিক কার্যক্রম বিবেচনা করে পুলিশের মহাপরিদর্শক তথা আইজিপির পক্ষ থেকে চাঁদপুর জেলা পুলিশকে ৩টি পুরস্কারে ভূষিত করা হয়েছে।

পুরস্কার সমূহের বিষয়বস্তু হলো-

(১) চাঁদপুর জেলার সদর মডেল থানা পুলিশ কর্তৃক ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন গ্রেফতার সংক্রান্ত পুরস্কার। (২) চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক হাজীগঞ্জ থানার চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটনপূর্বক ঘটনার সাথে জড়িত ১০জন আসামি গ্রেফতার সংক্রান্ত পুরস্কার। (৩) চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সংক্রান্ত পুরস্কার।

ইতিপূর্বেও আইজিপি মহোদয় প্রশংসিত কাজের জন্য চাঁদপুর জেলা পুলিশকে পুরস্কৃত করেছেন। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা পুলিশ আবারও তিনটি বিশেষ ঘটনায় এ পুরস্কার অর্জন করলো।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, আইজিপির পক্ষ থেকে সাফল্যের এই সম্মাননা ও পুরস্কার জেলার সকল পুলিশ সদস্যকে আরও উজ্জীবিত ও কর্মচঞ্চল করে তুলবে। এই পুরস্কার প্রাপ্তিতে আইজিপিকে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়