মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০

কালীবাড়ি মন্দিরে রাম কাননের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব
স্টাফ রিপোর্টার ॥

ভক্ত নর-নারীদের ব্যাপক উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে রাম কাননের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। ২৪ নভেম্বর শুক্রবার চাঁদপুর শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে চতুর্দশ ভুবনের অধিপতি, কলির কাণ্ডারী ও নররূপে নারায়ণ শ্রীশ্রী রামঠাকুরের চরণে আশ্রিত গুরু ভাই-বোনদের প্রাণের সংগঠন রাম কানন চাঁদপুরের আয়োজনে সকাল পৌনে ৮টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়।

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রীশ্রী রামঠাকুরের ভক্ত, অনুরাগী, শিষ্য ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে সকাল ৮টায় ঠাকুরের ফল ভোগ, সাড়ে ১১টায় অন্নভোগ শেষে মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যায় সত্যনারায়ণ পূজা শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানে হরিনাম কীর্ত্তন পরিবেশন করেন পুরাণবাজারের লোকনাথ সংঘ ও কুমিল্লার রাসস্থলী সম্প্রদায়। অনুষ্ঠানজুড়ে ছিলো ভক্তদের ব্যাপক উপস্থিতি।

উপস্থিত ছিলেন চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, কণ্ঠশিল্পী রূপালী চম্পক, পুরাণবাজার দোল মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, রামকাননের আহ্বায়ক ডাঃ গৌতম দত্ত বাপ্পি, সদস্য সচিব ডাঃ সুশান্ত ঘোষ, কার্যকরী সদস্য সুজন কুমার দাস, কাজল সাহা, দীপ্ত ঘোষ, মিতুন সরকার, পংকজ দে, স্বপ্না ভট্টাচার্য, লক্ষ্মণ পোদ্দার, কালীপদ দাস, কৃষ্ণা নন্দী, রত্না কর, গৌরী মজুমদার, শম্পা দত্ত গুপ্ত, পূর্ণিমা সরকার, টিংকু সাহা, সোমা দত্ত, উত্তম কুমার সাহাসহ কালীবাড়ি মন্দিরের কর্মকর্তা ও সুধীজন।

দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় সংগঠনের সকলের মিলিত প্রয়াস ছিলো লক্ষণীয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় রাম কাননের আহ্বায়ক ডাঃ গৌতম দত্ত বাপ্পি, সদস্য সচিব ডাঃ সুশান্ত ঘোষ ও মহিলা সম্পাদিকা স্বপ্না ভট্টাচার্য্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রামকাননে আমরা প্রায় দুই শতাধিক গুরু ভ্রাতা ও ভগ্নি রয়েছি। সকলেই ঠাকুর অন্তঃপ্রাণ। কী করে ঠাকুরের সেবা পূজার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করা যায় সেই ব্যাপারে সকলে অত্যন্ত সচেতন রয়েছে। আমরা সকলেই প্রতিদিন ১ টাকা করে জমা করি এবং এই জমাকৃত অর্থ থেকে সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালিত করতে চেষ্টা করি।

তারা জানান, চাঁদপুরে শবদেহ বহনের সুবিধার্থে আমরা সংগঠনের পক্ষ থেকে গত বছর মোটরচালিত একটি অটোরিক্সা (ভ্যানগাড়ি) চাঁদপুর হরিবোলা সমিতিকে প্রদান করেছি, যা বর্তমানে শবদেহ বহনে ব্যবহার করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়