প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে জাকের পার্টির দলীয় প্রতীক গোলাপ ফুলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন জাকের পার্টি চাঁদপুর জেলা শাখার সভাপতি কাজী মাহবুবুর রহমান।
তিনি বলেন, ইতিমধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয় হতে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন প্রার্থীরা। যাচাই বাছাইয়ে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে।
গতকাল ২৪ নভেম্বর শুক্রবার সকালে জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী চাঁদপুরের ৫টি আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। এরা হলেন : চাঁদপুর-১ (কচুয়া) আসনে কচুয়া উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মাসুদ আলম, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে কেন্দ্রীয় সাংস্কৃতিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ওবায়েদ মোল্লা, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে কেন্দ্রীয় তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরী, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জেলা জাকের পার্টির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম বেপারী, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুকবুল আহমেদ মাস্টার।
জাকের পার্টির চাঁদপুর জেলা শাখার সভাপতি কাজী মাহবুবুর রহমান বলেন, সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করছি। এ আশা শুধু জাকের পার্টিরই নয় বরং জনগণেরও প্রত্যাশা। আমাদের চাঁদপুরের ৫টি আসনে যাচাই বাছাই শেষে যারা প্রার্থী হয়েছেন তারা সবাই জননন্দিত। অতএব জনগণ ভোটের মাধ্যমে তাদের জয় নিশ্চিত করবে বলে প্রত্যাশা করছি। সরকার যাতে নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের প্রতিফলন ঘটায় এটাই জনগণ ও জাকের পার্টির চাওয়া।
চাঁদপুর পৌর জাকের পার্টির সভাপতি মোঃ গোলাম রৌফ চৌধুরী সোহাগ বলেন, গোলাপ ফুলে সবাই যাতে ভোট দেয়, সেজন্যে আমরা প্রার্থীদের নিয়ে মাঠে প্রচারণায় রয়েছি। ইনশাআল্লাহ জয় আমাদের আসবেই।