সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুরের চারটি আসনে জাসদের প্রার্থী মনোনীত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১৮১টি আসনে দল মনোনীত চূড়ান্ত প্রার্থী তালিকা (আংশিক) প্রকাশ করেছে। এর মধ্যে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি। এতে চাঁদপুর-১ আসনে মোঃ সাইফুল ইসলাম সোহেল, চাঁদপুর-২ আসনে মোঃ হাছান আলী সিকদার/শহীদ আলমগীর, চাঁদপুর-৩ আসনে মুহাম্মদ মাসুদ হাছান ও চাঁদপুর-৫ আসনে মনির হোসেন মজুমদার মনোনীত হয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাকি আসনে দল মনোনীত চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। এ সময় উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ মহসীন, মির্জা মোঃ আনোয়ারুল হকসহ দলের কেন্দ্রীয় নেতারা। পরে প্রার্থী তালিকাটি পাঠ করেন দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন। তথ্যসূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়