প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
দীর্ঘসময় পলাতক থাকার পর পুলিশি অভিযানে ডাকাতি মামলার আসামি আল আমিনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ। একই দিন যৌতুক মামলারও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
২২ নভেম্বর বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন।
জানা যায়, ডাকাতি মামলার আসামি আল আমিন হচ্ছেন সোনাচোঁ গ্রামের মমিন মিজির ছেলে এবং যৌতুক মামলার আসামি মোঃ জামাল উদ্দিন হচ্ছেন নরিংপুর বেপারী বাড়ির মৃত এরশাদ উল্লাহ পাটওয়ারীর ছেলে।
এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘ডাকাতি করে দীর্ঘসময় পালিয়ে থাকলেও পুলিশি অভিযানে আল আমিনকে গ্রেপ্তার করতে পেরেছি। একই দিন আমরা যৌতুক মামলার একজনকেও গ্রেপ্তার করেছি। আসামিদেরকে আমরা আদালতে সোপর্দ করেছি।’ সূত্র : রাইজিংবিডি.কম