মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হলো ডিআইইউ জব উৎসব
অনলাইন ডেস্ক

প্রায় তিন হাজারেরও বেশি চাকরি এবং ইন্টার্নশিপের সুযোগ নিয়ে ২৪ ও ২৫ নভেম্বর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো ‘ডিআইইউ জব উৎসব-২০২৩’। বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে দেশের ১৫০টিরও বেশি চাকরিদাতা প্রতিষ্ঠান সরাসরি নিয়োগ দিবে বিশ্ববিদ্যালয়ের শেষবর্ষের শিক্ষার্থী ও সদ্য গ্র্যাজুয়েটদের।

মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করা এই উৎসবটির প্রধান উদ্দেশ্য। এছাড়া ‘এ বিগ ব্যাং ক্যারিয়ার ইভেন্ট’ খ্যাত এই উৎসবটি ব্যক্তির কর্মদক্ষতা উন্নতি করার মধ্য দিয়ে কর্পোরেট ও উন্নয়ন খাতে বিশেষ অবদান রাখবে।

‘ডিআইইউ জব উৎসব-২০২৩’-এর এবারের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফ উদ্দীন আহমেদ। তিনি জানান, ‘আমাদের শিক্ষার্থীরা প্রফেশনাল লাইফে স্কিল নিয়ে বেশ সমস্যায় পড়ে। এই সমস্যা উত্তরণের জন্যে সফট স্কিলগুলোর ওপর নজর দেয়া জরুরি। যার ফলে এই অসামঞ্জস্যতা পূরণ করা সম্ভব হবে। জব উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট হওয়ার আগেই প্রফেশনাল লাইফে যেতে পারবে, ফলে তাদের চাকরিজীবনের পথ আরও মসৃণ হবে’।

উপস্থিত ছিলেন উৎসবটির আহ্বায়ক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ড. তানভীর আবির। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান জানান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কোর্সগুলো ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সাথে কোলাবোরেশন করে করা হয়, যার কারণে শিক্ষার্থীরা প্রফেশনাল লাইফে হার্ড এবং সফ্ট স্কিল অর্জনের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারে।

জব উৎসবের প্রথম দিন অর্থাৎ গতকাল ২৪ নভেম্বর ‘তথ্য-প্রযুক্তি শিল্পে ক্যারিয়ারের পরামর্শ’ বিষয়ক মাস্টারক্লাসের স্পিকার ছিলেন স্পেকটার্ম ইঞ্জিনিয়ারিং কনজোর্টিয়ামণ্ডএর ব্যবস্থাপনা পরিচালক ফুরকান বিন কাশেম। এছাড়া ড. তানভীর আবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে ‘শিল্প বিশেষজ্ঞদের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণ’ নিয়ে গোলটেবিল বৈঠক। পরে ‘বাংলাদেশের পরিবর্তিত বাজারের সুযোগ এবং সম্ভাবনা’ শীর্ষক প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও উদ্যোক্তা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল ও সহযোগী স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেল্লাল হোসেন।

আয়োজনটির দ্বিতীয় দিন আজ ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. আর. কবিরের সভাপ্রধানে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ভবিষ্যতে কর্মক্ষেত্রর সম্ভাবনা’ নিয়ে একটি গোলটেবিল বৈঠক হবে, যা পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আক্তার হোসেন। আজকের অনুষ্ঠানে ক্যারিয়ারভিত্তিক নেটওয়ার্কিং গড়তে উপস্থিত শিক্ষার্থীরা সফল প্রাক্তন শিক্ষার্থীদের সাথে পরিচয় পর্বের সুযোগ পাবে, যার পরিচালনার দায়িত্বে থাকবেন বাংলালিংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ জিয়াউল হক সুমন।

উৎসবসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ শামসুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মামুনুর রশিদ ভূঁইয়া (প্রকল্প পরিচালক, অ্যাসপায়ার টু ইনোভেট)। উপস্থিত থাকবেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, ড্যাফোডিল গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ নূরুজ্জামান এবং ড. তানভীর আবীর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়