প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার ৫টি আসনে আওয়ামী লীগ থেকে কে কে মনোনয়ন পেলেন তা আজই স্পষ্ট হয়ে যাবে। আজ মনোনয়ন বোর্ডের মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগসহ বাদবাকী বিভাগ। যেখানে চাঁদপুর জেলাও রয়েছে। ২৩ নভেম্বর থেকে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। এই সভায় দল মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। আজ চাঁদপুরসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে এই সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
চাঁদপুরের ৫টি আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন ৫৮জন। গত ১৮ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেয়া হয়। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসনভিত্তিক মনোনয়ন প্রত্যাশীদের নাম প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে চাঁদপুরের মনোনয়ন প্রত্যাশীদের নাম ও সংখ্যঅ জানা গেছে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে। সেখানে ১৮জন নৌকা চেয়েছেন। আর সবচেয়ে কম চাঁদপুর-৩ আসনে ৭জন। এছাড়া চাঁদপুর-১ আসনে ৮জন, চাঁদপুর-২ আসনে ১২জন ও চাঁদপুর-৫ আসনে ১৩জন নৌকা চেয়ে ফরম জমা দিয়েছেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ৮জন। এর মধ্যে রয়েছেন- বর্তমান এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, এনবিআর'র সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব গোলাম হোসেন, জাপান আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অ্যাডঃ আবদুল আউয়ালের মেয়ে অ্যাডঃ জান্নাতুল ফেরদৌস, কেন্দ্রীয় পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন শিবলু, লন্ডন প্রবাসী অ্যাডঃ শাখাওয়াত হোসেন টিটো।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ১২জন। এর মধ্যে রয়েছেন- সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, মায়া চৌধুরীর ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী (দিপু), বর্তমান এমপি অ্যাডঃ নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি, যুবলীগের মহিলা সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা শেফালী, বাংলাদেশ কৃষক লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম (খোকা) পাটোয়ারী, রেল শ্রমিক লীগের সভাপতি অ্যাডঃ হুমায়ুন কবির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডঃ জেসমিন সুলতানা, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মোঃ লোকমান হোসেন।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ৭জন। এর মধ্যে রয়েছেন- বর্তমান সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, চাঁদপুর-৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাকির হোসেন মারুফ ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ১৮জন। এর মধ্যে রয়েছেন- বর্তমান সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, সদ্য পদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. হারুন-অর-রশিদ সাগর, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন মজুমদার খোকা, কাতার প্রবাসী ব্যবসায়ী জালাল আহমেদ সিআইপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর মেয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হারিছ মিয়া শেখ সাগর, উপজেলা আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হাসানুজ্জামান তারেক, আওয়ামী লীগ নেতা মুকবুল আহমেদ মুকুল, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বদরুন নাহার ভূঁইয়া হৃদয়, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীর ছোট ভাই এমরান চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তফা হোসেন, সাবেক হকার্স লীগ নেতা লিয়াকত হোসেন রনি ও ৩নং ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেন লিটন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ১৩জন। এর মধ্যে রয়েছেন- বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অধ্যাপক এ কে এম ফজলুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামাল, পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসাইন, দুদকের সাবেক মহাপরিচালক ও এনএসআই’র সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এমএইচ সালাউদ্দিন, সাবেক মহিলা এমপি ও মহিলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডঃ নূরজাহান বেগম মুক্তা, এফবিসিসিআই'র সদস্য শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য আব্দুর রব মিয়ার ছেলে খালেদুর রব মিঠু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ইঞ্জি. সফিকুর রহমান, ঢাকা কলাবাগান ক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম ফিরোজ, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সদ্যপদত্যাগী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, শাহরাস্তি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এম আউয়াল মজুমদার, অস্ট্রেলিয়া প্রবাসী আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া।
তবে এর বাইরেও আরো কেউ ব্যক্তিগতভাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়ে থাকতে পারেন।