প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
অবৈধ দখলদারিত্ব নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়লো সড়ক ও জনপথ বিভাগের। এ সংক্রান্ত একটি সংবাদ গত ১২ নভেম্বর চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হয়। গতকাল ২৪ নভেম্বর শুক্রবার চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগের লোকজন অবৈধ দখলদারদের স্থাপনা গুঁড়িয়ে সেচের মাধ্যমে জলাশয়ের পানি পাশের ডোবায় সরিয়ে নিয়ে জলাশয়টি ভরাট কাজ চালাচ্ছে। স্থানটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখস্থান হওয়ায় প্রায়শই এখানে যানজট লেগে থাকে। জলায়শটি ভরাট করে সড়কটি আরও চওড়া করা হলে এখানকার যানজট অনেক কমে আসবে।
জানা যায়, জেলা প্রশাসকের সম্মুখস্থ জলাশয় লাগোয়া খালি স্থানে পূর্বে ভ্রাম্যমাণ বিভিন্ন রকমের দোকানপাট বসতো। গত ক’দিন পূর্বে সেখানে সড়কের মতো করে পিচ ঢালাই দেয়া হয়েছে। এখন যদি দ্রুতই জলাশয়টি ভরাট করে পূর্বদিকে সড়ক সম্প্রসারিত করা হয়, তাহলে এখানকার যানজট বহুলাংশে হ্রাস পাবে।
স্থানীয় সচেতন মহলের আশা, কাজটি দ্রুতই শেষ হবে এবং এখানকার যানজট কমে যাবে। এই যানজট নিয়ে ইতিপূর্বে বিভিন্ন সংগঠনের ব্যানারে বেশ কয়েকবার সভা ও সমাবেশ করা হয়েছে।