প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০
পুরাণবাজার ঘোষপাড়া সত্যভূম মন্দিরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে শ্রী শ্রী রামচন্দ দেবের ৩৪তম বাৎসরিক উৎসব সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ২০ নভেম্বর সোমবার এ উৎসবের শুভ সূচনা হয়। ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩ নভেম্বর বৃহস্পতিবার প্রাতে উৎসবের ক্রিয়াদি সম্পন্ন হয়। উৎসবের শেষদিন রাতে শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠানে ভক্তদের সাথে মহামিলনে মিলিত হন শ্রী শ্রী রামচন্দ্র দেবের ভক্তদের প্রাণপ্রিয় গুরু ভ্রাতা ডিঙ্গামানিক সেবা মন্দিরের মহন্ত মহারাজ সুভাষ চক্রবর্তী। এই সময় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সাধারণ সস্পাদক তমাল কুমার ঘোষের নেতৃত্বে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।
উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কার্তিক সরকার, সদস্য জুয়েল কান্তি নন্দু, পুরাণবাজার রামঠাকুর দোল মন্দিরের গনেশ চন্দ্র সাহা, দুলাল রায়, ভীম চন্দ্র, সত্যভূম মন্দিরের কর্মকর্তা নির্মল চন্দ্র মজুমদার, বাবুল চন্দ্র ভীম, গোবিন্দ চন্দ্র দাস, ভোলানাথ নন্দী, বলাই বণিকসহ মন্দিরের কর্মকর্তাগণ। চারদিনব্যাপী উৎসবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। উৎসবে মহাহরিনাম কীর্তন পরিবেশন করেন গোপাল সম্প্রদায় (হবিগঞ্জ), অষ্টসখি সম্প্রদায় (সিলেট), মা প্রতিমা সম্প্রদায় (বরগুনা), শিব সংঘ সম্প্রদায় (বরিশাল), আদি পাগল সম্প্রদায় (বরিশাল) ও গুরু হরিচাঁদ সম্প্রদায় (বরিশাল)।