প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে ঘোষিত তফসিলের প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টা অবরোধের পর ফের ‘৪৮ ঘণ্টার অবরোধ’ কর্মসূচি ডেকেছে বিএনপি। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
একই কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। তারাও আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে।
এদিকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে চাঁদপুরে কোনো ধরনের নাশকতা বা সহিংসতার ঘটনা ছাড়াই বুধবার ও বৃহস্পতিবার চাঁদপুরে বিএনপি শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করে। তবে দলটির জেলা নেতৃবৃন্দের দাবি, পুলিশ নেতা-কর্মীদের ধরার জন্যে এখনো খুঁজে বেড়াচ্ছে। প্রতিদিনই পুলিশ অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। আটকের পরে মিথ্যা মামলায় আসামি করা হয়।