প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০
আগামীকাল ২৫ নভেম্বর শনিবার থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০২৩। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি জাহিদুল ইসলাম রোমানের পৃষ্ঠপোষকতায় ৮টি দল নিয়ে লীগটি শুরু হচ্ছে।
উদ্বোধনী দিন সকালে এবং দুপুরে ২টি ম্যাচে খেলবে ৪টি দল। সকাল ৯টার ম্যাচে অংশ নিবে মাতৃছায়া চাঁদপুর ক্রিকেটার্স ও শেখ কামাল স্পোর্টস একাডেমি গ্রীন এবং দুপুরের ম্যাচে অংশ নিবে শেখ কামাল স্পোটর্স একাডেমি রেড ও অঙ্গীকার ক্রীড়া চক্র।
চাঁদপুর স্টেডিয়ামে প্রায় ৯বছর পর শুরু হওয়া এ ক্রিকেট লীগে ২টি গ্রুপে অংশ নিচ্ছে ৮টি দল। ‘ক’ গ্রপে : মাতৃছায়া ক্রিকেট একাডেমি, টিম ডাকাতিয়া, শেখ কামাল স্পোর্টস একাডেমি গ্রীন ও শাহরাস্তি ক্রিকেট একাডেমি। ‘খ’ গ্রুপে : শেখ কামাল স্পোটর্স একাডেমি রেড, ক্রিকেট কোচিং সেন্টার জুনিয়র, অঙ্গীকার ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট একাডেমি ব্লুজ।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ ক্রিকেট উপ-কমিটির কর্মকর্তারাই লীগটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।