প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক চাঁদপুর জেলা কর্মশালা চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, মানবজীবনের উন্নয়ন ও মানবকল্যাণের সব বিষয়ের প্রধান নির্ণায়ক হলো নৈতিকতা। টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনে ভবিষ্যৎ প্রজন্মেকে নৈতিকতার আদর্শে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে অতিথিদের মাঝে আরো বক্তব্য রাখেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সহকারী প্রকল্প পরিচালক মাসুদুল আলম মাসুদ, উপজেলা প্রশাসন চাঁদপুর সদর। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কর্মশালাটি সঞ্চালনা করেন সিলেট বিভাগের মাস্টার ট্রেইনার কিশোর কুমার আচার্য।
কর্মশালার দ্বিতীয় অধিবেশনে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণ গ্রুপ ভিত্তিক তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। দ্বিতীয় অধিবেশনের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মাসুদুল আলম মাসুদের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয় প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশ নেয়া অধিকাংশ শিক্ষকই ছিলেন নারী। কর্তৃপক্ষের নির্দেশনায় তারা সকলে এক কালারের শাড়ি পরে আসায় কর্মশালায় বাড়তি সৌন্দর্যের সৃষ্টি হয়।