মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুরের ৫টি সংসদীয় এলাকার ভোটার সংখ্যা ২১ লাখ ৫৯ হাজার : কেন্দ্র ৬৭৮
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর জেলার ৫ সংসদীয় এলাকার ভোটার সংখ্যা ২১ লাখ ৫৯ হাজার ৬শ’ ৯৭ জন। সারা জেলার ভোটার তালিকা ২ নভেম্বর ২০২৩ প্রকাশিত হয়েছে। সেমতে এ ভোটার সংখ্যা হয়েছে বলে জানান জেলা ইলেকশন অফিসার মোঃ তোফায়েল আহমেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে জেলায় মোট কেন্দ্র সংখ্যা ৬শ’ ৭৮টি এবং কক্ষ সংখ্যা ৩ হাজার ৪শ’ ৮১ টি।

চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন ভোটারসহ জেলায় মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৫৯ হাজার ৬শ’ ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ১৪ হাজার ৭শ ৫৪ জন এবং নারী ভোটার ১০ লাখ ৪৪ হাজার ৯শ’ ৩৭ জন। হিজড়া ভোটার ৬ জন। গাণিতিক হিসেব মতে, ৬৯ হাজার ৮শ’ ১৭ জন পুরুষ ভোটার নারী ভোটারের চেয়ে বেশি ।

সংসদীয় ২৬০নং চাঁদপুর-১ (কচুয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৬শ’ ২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ২শ’ ৬৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৩শ’ ৫৭ জন। হিজড়া ভোটার ১ জন।

সংসদীয় ২৬১নং চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫শ’ ২৩ জন এবং নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ৫শ’ জন। হিজড়া ভোটার ২ জন।

সংসদীয় ২৬২নং চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩শ’ ২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৬ হাজার ২শ’ ৫৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৬৮ জন। হিজড়া ভোটার ২ জন।

সংসদীয় ২৬৩নং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ১শ’ ২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭শ’ ৬০ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৩শ’ ৬৮ জন।

সংসদীয় ২৬৪নং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৫শ’ ৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৯শ’ ৪৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬শ’ ৪৪ জন। হিজড়া ভোটার ১ জন।

চাঁদপুরের সব উপজেলায় কলেজ সংখ্যা ৪৯টি, স্কুল সংখ্যা ২৮৩টি, মাদ্রাসা ২৬০টি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংখ্যা ১ হাজার ১শ ৫৭টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষ, অধ্যাপক, প্রভাষক, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাজে দায়িত্ব পালনের কথা রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব নিয়োগপত্র যথাসময়েই প্রেরণ করা হবে বলে জানানো হয়েছে। নিয়োগপত্র প্রাপ্তির পর পর বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ১ দিনের প্রশিক্ষণও প্রদান করা হবে।

এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনি তফসীল ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। সে মতে ৭ জানুয়ারি রোববার ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩। মনোনয়নপত্র বাছাই হবে ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর ২০২৩। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ২০২৩।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়