প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০০:০০
আজ ২২ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত আবারো সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো।
একতরফা নির্বাচনের জন্যে ঘোষিত তফসিলের প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টা হরতাল শেষ হয় সোমবার। মঙ্গলবার একদিন বিরতি দিয়ে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। সোমবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।