প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০০:০০
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (চাঁদপুর-৪) ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা বাড়ছেই। সর্বশেষ তথ্য অনুযায়ী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান করেছেন এমন প্রার্থীর সংখ্যা ১৭ জনে এসে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার এই তালিকায় নূতন কেউ যোগ হয়েছি কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।
১৮ জন মনোনয়ন প্রত্যাশী হলেন : বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সদ্য সাবেক ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আাবু সাহেদ সরকার, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক হারিছ হাসান সাগর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাঃ নাজমুন নাহার অনি, কাতারস্থ আওয়ামী লীগের সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদ, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত জাকারিয়া চৌধুরীর ভাই এমরান চৌধুরী, স্বাচিপ কেন্দ্রীয় নেতা ডাঃ মোস্তফা হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মহিউদ্দিন খোকা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা মুকবুল আহমেদ মুকুল, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ডাঃ বদরুন্নাহার ভূঁইয়া, হকার্স লীগের কেন্দ্রীয় নেতা লিয়াকত হোসেন রনি, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিটন ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাসানুজ্জামান তারেক।
এদের মধ্যে অনেকেই নতুন মুখ হলেও সাংগঠনিকভাবে
পদ-পদবি রয়েছেন। যদিও বা মাঠের রাজনীতিতে সক্রিয় রাজনৈতিক ব্যক্তির সংখ্যা কম। দলীয় মনোনয়ন পাওয়ার দীর্ঘ তালিকা নিয়ে কথা বলতে গিয়ে নামপ্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, দলীয় মনোনয়ন চওয়ার সাথে সাথে এরা যদি গত ৫ বছরে মঠে থেকে দলের জন্য কাজ করতো তাহলে মাঠের অবস্থা অনেক অনেক ভালো হতো। আবার দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর মনোনয়ন বঞ্চিত বাকিরা যদি মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি বা দলীয় প্রতীকে বিজয়ের জন্যে কাজ করেন তবে ফরিদগঞ্জে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।