মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জের ২০ ইটভাটায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
এমরান হোসেন লিটন ॥

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ও অতি বৃষ্টির ফলে ব্যাপক হারে নষ্ট হয়েছে ইটভাটার কাঁচা ইট। যার পরিমাণ প্রায় ১ কোটি। এতে প্রায় সাড়ে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ইটভাটার মালিকরা। অধিকাংশ মালিকই চড়া সুদে ঋণ নিয়ে ভাটা প্রস্তুত করেছিলেন। এই ক্ষতির কারণে এখন তারা চরম বিপাকে পড়েছেন। ক্ষতি পুষিয়ে উঠতে তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন।

জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলায় প্রায় ২০টি ইটভাটা রয়েছে। আবহাওয়া ও পরিবেশের উপর নির্ভর করে প্রতিবছর আশি^ন থেকে বৈশাখ মাস পর্যন্ত ভাটাগুলোতে ইট তৈরির কাজ চলে। সে অনুযায়ী এ বছর আশি^ন মাসের ১৫ তারিখের পরে ইট তৈরির কাজ শুরু হয়। কিন্তু হঠাৎ ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে একটানা বৃষ্টির ফলে পোড়ানোর জন্য প্রস্তুত রাখা কাঁচা ইট এখন মাটির স্তূপে পরিণত হয়েছে। এতে করে ইট পোড়ানোর আগেই ক্ষতির মুখে পড়তে হয়েছে ইটভাটার মালিকদের অন্যদিকে নতুন ইট উৎপাদনে আবার এক থেকে দেড় মাস পিছিয়ে গেছে তারা। চলতি মৌসুমে এ ক্ষতির প্রভাব পড়বে ইটের দামের উপর। ইট ভাটার মালিকরা জানান, লাভের আশায় এ বছরও বিভিন্ন ব্যাংক ও স্থানীয়দের কাছ থেকে ঋণ নিয়ে ইটভাটার কাজ শুরু করেন। কিন্তু ঘূর্ণিঝড় তাদের সেই আশা প- করে দেয়। পাশাপাশি চড়া সুদের ঋণ নিয়ে বিপাকে পড়েছেন তারা। তাই ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

উপজেলার সবচাইতে বড় ইটভাটা মানিকরাজ ব্রিকফিল্ডের মালিক মিরন খান বলেন, তিনি এই বছরই প্রথম ইটভাটার কাজ শুরু করেছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে তার প্রায় ১০ লাখ প্রস্তুতকৃত কাঁচা ইট নষ্ট হয়ে যায়।

কামতা বাজার ব্রিফ-এর ম্যানেজার বাচ্চু মজুমদার বলেন, তাদের ইটভাটায় প্রায় ছয় লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে।

এছাড়া একই এলাকার বাঘপুর ব্রিকফিল্ডের মালিক খোরশেদ আলম বলেন, তার ফিল্ডে প্রায় ৫ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। অন্যদিকে মেসার্স মুন ব্রিকস-এর মালিক সুমন বলেন, তার ইটভাটায় প্রায় ৬ লাখ ইট নষ্ট হয়।

অন্যদিকে গাজীপুরের মাহাবুব চেয়ারম্যান ব্রিকফিল্ডের পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন বলেন, তাদের ইটভাটার প্রায় ৬ লাখ কাঁচা ইট সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। গাজীপুর এলাকার বঙ্গেরগাও ব্রিট ফিল্টের মালিক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তার ইটভাটায় প্রস্তুতকৃত ৬ লাখ কাঁচা ইট সব নষ্ট হয়ে গেছে।

ইটভাটাগুলোর মালিকরা বলেন, গত শুক্রবারের ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি। তারা বলেন, কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে অথবা বিভিন্ন সমিতি থেকে চড়া সুদে টাকা নিয়ে এবং এলাকার অনেকের কাছ থেকে নগদ টাকা নিয়ে ইটভাটার কাজ শুরু করেছিলেন। মিধিলির আঘাতে তাদের সবকিছুই শেষ হয়ে গেছে। তারা সবাই সরকারের কাছে জ্বালানি খাতে অথবা অন্য কোনোভাবে সহযোগিতা কামনা করছেন।

চাঁদপুর জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম শফিকুল ইসলাম শপু বলেন, ফরিদগঞ্জ উপজেলায় প্রায় ২০টি ইটভাটা রয়েছে। আশি^ন মাসের ১৫ তারিখের পর থেকে ইট প্রস্তুত করা শুরু হয়েছিল। প্রত্যেক ইটভাটার মালিকই ৫ থেকে ৬ লাখ কাঁচা ইট প্রস্তুত করে রেখেছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সমস্ত ইটভাটার কাঁচা ইট সব নষ্ট হয়ে গেছে। যার পরিমাণ দাঁড়াবে প্রায় ১ কোটি। এতে করে ইটভাটার মালিকরা প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে। এই ক্ষতির প্রভাব পড়বে ইটের দামের উপর।

তিনি আরো বলেন, প্রত্যেক ইটভাটার মালিক সরকারকে আয়কর প্রদান করে। তাই তিনি এই ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের কাছে জ্বালানি সুবিধা নয়তো অন্য কোনো সুবিধা দাবি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়