মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

অ্যাডঃ কেএম রাসেলের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ কে.এম. রাসেলের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা পালিত হয়েছে। ২০ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা জজ আদালতে ভারপ্রাপ্ত জেলা জজ (অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১) ফারহানা ইয়াছমিনের সভাপ্রধানে ফুলকোর্ট রেভারেন্স পালন করা হয়। এ সময় জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকসহ আইনজীবীরা এজলাসে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ কাজী আবদুল গফুর।

ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপন। শোকসভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ শহীদুল্লাহ পাটওয়ারী, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ শাহআলম (২), অ্যাডঃ শাহাদাত হোসেন, অ্যাডঃ আবদুর রহমান, অ্যাডঃ হালিম পাটওয়ারী, অ্যাডঃ খোরশেদ আলম শাওন, অ্যাডঃ আবুল কালাম আজাদ, অ্যাডঃ ইমাম হোসেন টিটু, অ্যাডঃ রিয়াদ হোসেন মুনতাসীর প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ জাবির হোসেন।

উল্লেখ্য, অ্যাডঃ কে.এম. রাসেল সোমবার সন্ধ্যায় শহরের বিষ্ণুদী এলাকার ভাড়া বাসায় মারা যান (ইন্নালিল্লাহে...রাজিউন)। মঙ্গলবার বাদ জোহর হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট এলাকার চারিয়ানি গ্রামস্থ তার নিজ বাড়ি বেপারী বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা ফেরদাউস হাসান। জানাজায় অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ আবদুর রহমান, অ্যাডঃ জাহাঙ্গির আলম শেখ, অ্যাডঃ মোঃ নূরুল আমিন খান, অ্যাডঃ আবুল কালাম আজাদ, অ্যাডঃ রিয়াদ হোসেন মুনতাসির সহ স্থানীয় এলাকাবাসী, পরিবারের সদস্য ও মুসল্লিরা। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ২০১৫ সালের ৫ জানুয়ারিতে যোগ দেন এবং ১৯ নভেম্বর সোমবারও তিনি আদালতের কাজ শেষে দুপুরে বাসায় ফিরেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়