মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে অটোবাইক চোর চক্রের তিন সদস্য আটক
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ থানা পুলিশ ২টি চুরি হওয়া অটোবাইক এবং ৩টি ব্যাটারিসহ অটোবাইক চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলো চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচলী গ্রামের মনছুর বেপারীর ছেলে মোঃ সুমন (৩২), ইসলামপুর গাছতলা গ্রামের ইব্রাহিম মুন্সির ছেলে ইয়াছিন মুন্সি (২২) এবং ফরিদগঞ্জের কাউনিয়া গ্রামের মরহুম নজরুল ইসলামের পুত্র মোঃ রকিব (২২)।

থানা পুলিশ সূত্র জানায়, অটোবাইক চুরির ঘটনার একটি মামলা তদন্তের এক পর্যায়ে থানা পুলিশ চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মোহছেন আউলিয়া নামক ভাঙ্গারী দোকানের পশ্চিম পাশ থেকে দুটি অটোবাইক উদ্ধার করে। এ সময় সুমন ও ইয়াছিন মুন্সীকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী রূপসা বটগাছ তলা ব্রীজের পাশে পুকুরপাড়ে অভিযান চালিয়ে মোঃ রকিবকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩টি ১২ ভোল্টের ব্যাটারি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশ ফোর্স তদন্তপূর্বক অটোবাইক, ব্যাটারি উদ্ধার এবং ৩জনকে আটক করে। পরে আটককৃতদের সোমবার চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়