প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। গতকাল প্রথমদিন চাঁদপুর জেলার সাতজন মনোনয়ন ফরম কিনেছেন। আজকে আরো অনেকেই কিনবেন বলে জানা গেছে।
গতকাল যাঁরা মনোনয়ন ফরম কিনেছেন তাঁরা হচ্ছেন : চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসন থেকে ডাঃ দীপু মনি এমপি, চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, ড. সেলিম মাহমুদ ও মোঃ গোলাম হোসেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে বর্তমান সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ও অ্যাডঃ নাজমুন নাহার অনি এবং চাঁদপুর-৩ আসন থেকে রেদওয়ান খান বোরহান।
গতকাল ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। জমা এবং বিক্রি উভয় কার্যক্রম চলবে ২১ নভেম্বর পর্যন্ত। ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চট্টগ্রাম বিভাগের বুথ থেকে তাঁরা মনোনয়ন ফরম ক্রয় করেন।