মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০

মিজান-শাহজাহান-নাহিদ প্যানেলের ১৩ জন জয়ী
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নির্বাচনে ১৪ জনের মধ্যে মোঃ মিজানুর রহমান সরদার-মোঃ শাহজাহান প্রধান ও নাহিদ হাসান (এ) প্যানেলের ১২টি পদের জন্যে ১৪ জন প্রার্থীর মধ্যে ১৩ জন জয়ী হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে ভোট প্রদান করেছে ৪০৪ জন। মোট ভোটার ছিলো ৪১৯ জন। নির্বাচনে ১২টি পদের জন্যে দু প্যানেলে লড়েছিলেন ২৮ জন প্রার্থী। রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ. জেড. এম. রফিকুল হাসান রিপন।

জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ. টি. এম. মোস্তফা কামাল।

নির্বাচনে মোঃ মিজানুর রহমান সরদার-মোঃ শাহজাহান প্রধানীয়া-নাহিদ হাসান (এ) প্যানেলের ১৩ জন জয়ী প্রার্থী হলেন : সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার, সহ-সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শাহজাহান প্রধান, সহ-(যুগ্ম) সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান, কোষাধক্ষ দুলাল হোসেন, সদস্য কার্যকরী পরিষদ পিন্টু দাস, জেনারেল অডিটর মোঃ শিপন বাবু, রানিং অডিটর আমির হোসেন, সভাপতি নিয়ন্ত্রণ পরিষদ সেলিম মিজি, সম্পাদক নিয়ন্ত্রণ পরিষদ নাছির উদ্দিন এবং সদস্য নিয়ন্ত্রণ পরিষদ আলআমিন খান ও সাগর সরকার। অপরদিকে বি প্যানেলের শুধুমাত্র কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মাহবুব ঢালী জয়লাভ করেন।

নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার ও জেলা আইনজীবী সমিতির রেজিস্টারিং অথরিটি কমিটির চেয়ারম্যান অ্যাডঃ মোঃ আবুল হাসানাত বেপারী, সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ কাইয়ুম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মেরাজ আহমেদ সিদ্দীকী, সহকারী রিটার্নিং অফিসার জেলা আইনজীবী সমিতির রেজিস্টারিং অথরিটি সম্পাদক মোঃ মামুন হোসেন মিয়াজী, সদস্য অ্যাডঃ মোঃ সানজিদ হাসান (সানি), অ্যাডঃ রিয়াদ হোসেন মুনতাসির ও অ্যাডঃ মাহবুব আলম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়