প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় কচুয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা পৃথক পৃথক আনন্দ মিছিল করেছেন। গত বৃহস্পতিবার নির্বাচনী তফসিলকে স্বাগতম জানিয়ে কচুয়া পৌরসভা, সাচার, পাথৈর, বিতারা, পালাখাল মডেল, পশ্চিম সহদেবপুর, কচুয়া উত্তর, কচুয়া সদর দক্ষিণ, কাদলা, কড়ইয়া, গোহট দক্ষিণ, গোহট উত্তর ও আশ্রাফপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনন্দ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। তাছাড়া চাঁদপুর-১ আসনের বর্তমান সাংসদ সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেনের নেতা-কর্মী ও সমর্থকরা পৃথক পৃথক আনন্দ মিছিল করেছেন।
তফসিল ঘোষণার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগতপুর নামক স্থানে বুধবার দিবাগত রাত ২টায় গাছ ফেলে সড়ক অবরোধ, কচুয়া-কালিয়াপাড়া সড়কের আমুজান নামক স্থানে ওইদিন রাত ১২ টায় সড়ক অবরোধ ও কচুয়া-হাজীগঞ্জ বাইপাস সড়কের কচুয়া বিশ্বরোড এলাকায় গভীর রাতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের তোরণে অগ্নিসংযোগের ঘটিয়েছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের দাবি, জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা শান্ত কচুয়াতে রাতের আঁধারে তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক অবরোধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।