মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০

মুন্সিরহাটে ডাঃ দীপু মনির পক্ষে আনন্দ মিছিল
জিএম আবদুল কাদির ॥

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ দীপু মনি এমপির পক্ষে আনন্দ মিছিল করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করায় ১৬ নভেম্বর দুপুরে মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সিরহাট উত্তর বাজার হাজরা মার্কেটে এসে সমাপ্ত হয়। মিছিলে নেতৃত্ব দেন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান শামীম।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান শামীম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ঢালী, মতলব পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম হাজরা, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কবির মিজি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম মাল, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি রহিমা আক্তার, সাধারণ সম্পাদিকা তাসলিমা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর হাজরা, জাতীয় শ্রমিক লীগ ঢাকা দক্ষিণের ক্রীড়া সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভুট্টু হাজরা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাহিদা সুলতানা, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সোয়েল খান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওয়াদুদ খান, গোলাম হাসান তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ওয়াসিম জমাদার, সাধারণ সম্পাদক মোঃ আজাদ পাটোয়ারী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রধান, সাধারণ সম্পাদক বাবুল মিজি, যুবলীগ নেতা জিয়াউর রহমান জিকু, মোঃ সাগর হাপজি, মোঃ তাইজুল ইসলাম, ছাত্রলীগ নেতা সম্রাট মিজি প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়