মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর শহরের শান্তি শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিংয়ের অনস্বীকার্য অবদান রয়েছে
বিমল চৌধুরী ॥

চাঁদপুরে কমিউনিটি পুলিশিংয়ের দুই যুগপূর্তি উপলক্ষে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫ আয়োজিত চিত্রাঙ্কন ও হস্তলিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ১৭ নভেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের মুন্সেফপাড়ায় জীবনদীপ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ এসএম সহিদ উল্লাহ। তিনি বলেন, দিনের চাঁদপুরের চেয়ে রাতের চাঁদপুর অনেক নিরাপদ। আর এর পেছনে কাজ করছেন কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তা ও সদস্যগণ। শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিংয়ের অনস্বীকার্য অবদান রয়েছে, যা অস্বীকার করা যাবে না। বর্তমানে আমরা যে শান্তিপূর্ণ চাঁদপুর দেখছি তা কোনো এক সময় ছিলো না। আগে শহরে চুরি-ডাকাতি সংঘটিত হলেও বর্তমানে তা আর তেমনভাবে হচ্ছে না। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চাঁদপুরে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম শুরু হলে ধীর ধীরে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পাল্টে যেতে থাকে। পুলিশ সদস্যদের সহযোগিতায় কমিউনিটি পুলিশিং সদস্যগণও কাজ করতে থাকে। তিনি চাঁদপুর শহর থেকে অনেক পত্রিকা প্রকাশিত হওয়ায় গর্ববোধ করেন এবং চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলেন, চাঁদপুর কণ্ঠ স্থানীয় সংবাদগুলোকে যেভাবে হেডলাইন করেন তা সত্যিকারভাবে খুবই প্রশংসনীয়। চাঁদপুর কণ্ঠের অনেক ভালো কাজের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা একটি। এই অসম্ভব ভালো কাজটি সম্ভব হয়েছে কাজী শাহাদাতের জন্যে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ দিয়ে বলেন, যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছো তোমরা সকলেই খ্বু মেধাবী। আমি তোমাদের সফলতা কামনা করছি। তিনি বিজয়ীদের সাফল্যের সার্টিফিকেট সংগ্রহে রাখার পরামর্শ দেন এবং বলেন, একদিন তোমাদের এই সার্টিফিকেট অনেক কাজে আসতে পারে। তিনি চাঁদপুরে কমিউনিটি পুলিশিংয়ের ২৫ বছর পূর্তি তথা রজতজয়ন্তী উদযাপনে জেলা পুলিশের সহযোগিতায় কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর সভাপতি চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত।

কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫-এর প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেবামূলক সংস্থা জীবনদীপের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন ও কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ঘোষপাড়া-আদর্শ মুসলিম পাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন পাটওয়ারী এবং পবিত্র গীতা গ্রন্থ থেকে পাঠ করেন চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুন্সেফ পাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব মিলন, চৌধুরী পাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, চাঁদপুরে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের দুই যুগপূর্তি উপলক্ষে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫ ২০২৩ সালের ২৫ আগস্ট চিত্রাঙ্কন ও হস্তলিখন প্রতিযোগিতার আয়োজন করেন। ব্যাপক প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম। বিভিন্ন কারণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে বিলম্ব হওয়ায় জনাব কাজী শাহাদাত দুঃখ প্রকাশ করে বলেন, এত বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছে যা সত্যি প্রশংসনীয়। তিনি ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিংয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপনের ইচ্ছে পোষণ করেন এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে আসার জন্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিন চিত্রাঙ্কন ও হস্তলিখন প্রতিযোগিতায় ২টি বিভাগে অংশ নেয়া ৪৮ জন বিজয়ীর মাঝে পুরস্কার ও সাফল্যের সনদপত্র বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়