প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে গতকাল ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়েছে চাঁদপুরে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
গভীর নিম্নচাপের প্রভাবে চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণাঞ্চল ছাড়াও মধ্যাঞ্চলে বৃষ্টি হয়েছে। বুধবার রাতে ঢাকায় ও চাঁদপুরে বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে আকাশ ছিলো মেঘলা।