প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে গত ১৫ নভেম্বর বুধবার সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ. কে. এম. আমিনুল ইসলাম।
তিনি সনাক, এসিজি ও ইয়েসের কার্যক্রমের প্রশংসা করে বলেন, আজকে একটি চমৎকার দ্বি-পাক্ষিক আলোচনা হয়েছে। আজকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেসব সমাধানে কাজ করা হবে। তিনি বলেন, আমাদের নানা সীমাবদ্ধতা আছে, কিন্তু সেবা প্রদানের ক্ষেত্রে কোনোরূপ ত্রুটি নেই। জনবল সঙ্কটে আমাদেরকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব বণ্টনের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করতে হয়। ঔষধের সীমাবদ্ধতা থাকায় সমন্বয় করে ঔষধ দিতে হয়। কিছু অসাধু কর্মচারী হয়তো ঔষধের বিনিময়ে টাকা নেয়, আবার এর বিপরীতে অনেক ভালো উদারহণও আছে। দুর্নীতি প্রতিরোধে আমাদেরকে সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রোগীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে তিনি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে সনাক চাঁদপুরের সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া বলেন, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। তাই যাবতীয় সঙ্কট দূর করতে হবে। মানসম্মত চিকিৎসা প্রদানে চিকিৎসক এবং রোগীর মধ্যে পাস্পরিক সুসম্পর্ক বজায় থাকা জরুরি। একজন চিকিৎসক যখন রোগীর সাথে সুন্দর আচরণ করেন তখন রোগীর মনোবল বৃদ্ধি পায় এবং অসুস্থতা কমে যায়।
সনাক সদস্য মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী সনাক-টিআইবির কার্যক্রম উপস্থাপন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন। টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার-মা ও শিশু স্বাস্থ্য-এফপি ডাঃ শাহরিন আফরিন, চাঁদপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মেহেদী আল মাসুম, সনাক সদস্য নজরুল আমিন সাজু, পরিবার পরিদর্শিকা আমেনা খাতুন, ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেকমো রাজিব চন্দ্র দাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, টিআইবির ইন্টার্ন প্রোগ্রাম আলআমিন হোসাইন ও মোঃ আকরাম হোসেন এবং ইয়েস সহ-দলনেতা মোঃ হানজালা দিপুসহ অন্যরা।