প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। ১৫ নভেম্বর তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে বের হন। বাবুল খানের ছোট ভাই বোরহান খান তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর রাতে ঢাকা জিগাতলাস্থ জসিম উদ্দিন খানের বাসার সামনে থেকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে ঢাকার রাজনৈতিক মামলায় তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।