মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০০:০০

জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

গতকাল ১৪ নভেম্বর মঙ্গলবার সারাদেশের সহস্রাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চাঁদপুরের রয়েছে ৫৩টি। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করেন।

এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এ সময় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। এছাড়া সংযুক্ত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুসহ জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন। প্রধানমন্ত্রীর বক্তব্য সমাপ্ত হলে চাঁদপুর জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা ও মাননীয় প্রধানমন্ত্রীর অবদান সংক্রান্ত মুক্ত আলোচনায় অংশ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে। তিনি বলেন, আমাদের নির্বাচন ঘনিয়ে এসেছে। হয়তো দু’এক দিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ও সময় (তফসিল) ঘোষণা করবে। জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। কাজেই জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরের যে ৫৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আধুনিক চাঁদপুর নৌ-বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। যার প্রাক্কলিত ব্যয় হচ্ছে প্রায় ৯৪ কোটি টাকা। এছাড়া তিনি হাজীগঞ্জ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন।

অপর যে ৫২টি প্রকল্প উদ্বোধন করেছেন সেগুলো হলো : নবনির্মিত ৩টি কমিউনিটি ক্লিনিক, নবনির্মিত ২০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, মতলব উত্তর উপজেলায় নবনির্মিত সাব-রেজিস্ট্রি অফিস, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন নবনির্মিত ৯টি শিক্ষা প্রতিষ্ঠান এবং নবনির্মিত ১৯টি প্রাথমিক বিদ্যালয়।

চাঁদপুর জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের অধীনে যে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন সেগুলো হলো : কড়ৈতলী কেএ সিনিয়র আলিম মাদ্রাসা, বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা ও পশ্চিম পোয়া আজিজিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন। শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, মাঝিগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নিশ্চিন্তপুর ডি.এস. ইসলামিয়া কামিল মাদরাসা, বাসারা নেছারাবাদ ছিদ্দিকীয়া ছালেহিয়া ডিএস ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন। নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, ফতেপুর উচ্চ বিদ্যালয়, অলিপুর উচ্চ বিদ্যালয়, লামচরী উচ্চ বিদ্যালয়, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়, পয়ালী কে.ভি.এম উচ্চ বিদ্যালয় এবং নাউরী আদর্শ ডিগ্রি কলেজ-এর চার তলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন। সাড়ে পাঁচআনী হোসাইনীয়া ফাজিল মাদ্রাসা, লবাইরকান্দি আল আমিন মাদ্রাসা, কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা, ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং মুন্সী আজিম উদ্দিন কালেজ-এর চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়