প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০০
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় চাঁদপুর পৌরসভায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর ৩জনকে উপকরণ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভিক্ষাবৃত্তি সম্মানের পেশা নয়। যারা ভিক্ষা করেন তাদের সহায়তা দিতে সরকার নিরলস কাজ করছে। ভিক্ষা ছেড়ে ছোট ছোট কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন করতে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক। তিনি আরো বলেন, যাদেরকে এই পুনর্বাসন করা হলো, পর্যায়ক্রমে যারা বঞ্চিত তাদেরকেও করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতির্ময় ভৌমিক ও শহর সমাজসেবা অফিসার মুহাম্মদ মাহমুদুল হাসান।
উপকারভোগীরা হলেন রাণী বেগম (স্বামী মৃত ইমাম হোসেন বেপারী, ঠিকানা : যমুনা রোড, ৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর) (পুনর্বাসন উদ্যোগ গাভী পালন), রহিমা বেগম (স্বামী হজরত আলী দেওয়ান, ঠিকানা : বড় স্টেশন রোড, রেলওয়ে শ্রমিক কলোনী, ৭নং ওয়ার্ড চাঁদপুর পৌরসভা, চাঁদপুর) (পুনর্বাসন উদ্যোগ গাভী পালন), অহিদা খাতুন (স্বামী আব্দুল জব্বার পাটোয়ারী, ঠিকানা : নদীর পাড়ের কান্দি, ৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর) (পুনর্বাসনের উদ্যোগ শাড়ি কাপড়ের ব্যবসা)।