শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০০

আজ চাঁদপুর নদীবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আজ ১৪ নভেম্বর সারাদেশের সহস্রাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চাঁদপুরের রয়েছে ৫৩টি। একইসাথে তিনি হাজীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করবেন। এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরের যে ৫৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আধুনিক চাঁদপুর নৌ বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। যার প্রাক্কলিত ব্যয় হচ্ছে প্রায় ৯৪ কোটি টাকা। এছাড়া তিনি হাজীগঞ্জ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করবেন আজ।

অপর যে ৫২টি প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হলো : নবনির্মিত ৩টি কমিউনিটি ক্লিনিক, নবনির্মিত ২০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, মতলব উত্তর উপজেলায় নবনির্মিত সাব-রেজিস্ট্রি অফিস, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন নবনির্মিত ৯টি শিক্ষা প্রতিষ্ঠান এবং নবনির্মিত ১৯টি প্রাথমিক বিদ্যালয়।

চাঁদপুর জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের অধীনে যে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন হবে সেগুলো হলো : কড়ৈতলী কেএ সিনিয়র আলিম মাদ্রাসা, বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা ও পশ্চিম পোয়া আজিজিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন। শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, মাঝিগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নিশ্চিন্তপুর ডি.এস. ইসলামিয়া কামিল মাদরাসা, বাসারা নেছারাবাদ ছিদ্দিকীয়া ছালেহিয়া ডিএস ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন। নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, ফতেপুর উচ্চ বিদ্যালয়, অলিপুর উচ্চ বিদ্যালয়, লামচরী উচ্চ বিদ্যালয়, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়, পয়ালী কে.ভি.এম উচ্চ বিদ্যালয় এবং নাউরী আদর্শ ডিগ্রি কলেজ-এর ৪ তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন। সাড়ে পাঁচআনী হোসাইনীয়া ফাজিল মাদ্রাসা, লবাইরকান্দি আল আমিন মাদ্রাসা, কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা, ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং মুন্সী আজিম উদ্দিন কালেজ-এর ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়